ইসরাইল দায়েশসহ উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চেয়ে কম বিপজ্জনক নয়: সিরিয়া

ইসরাইল দায়েশসহ উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চেয়ে কম বিপজ্জনক নয়: সিরিয়া

অনলাইন ডেস্ক

সিরিয়া বলেছে, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে একটি দুর্বৃত্ত সত্ত্বা যা সারা বিশ্বের শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এই সত্ত্বার বিপদ দায়েশসহ উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিপদের চেয়ে কোনো অংশে কম নয়।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি এসভেন জার্গেনসেনকে লেখা এক চিঠিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলেছে। সিরিয়া এবং আঞ্চলিক অন্য দেশগুলোর জন্য ইহুদিবাদী ইসরাইল যে হুমকি সৃষ্টি করে চলেছে সে সম্পর্কে সতর্ক করা হয়েছে ওই চিঠিতে।

চিঠিতে বলা হয়েছে, সিরিয়া নিশ্চিত যে এই অঞ্চলের দেশগুলোর জনগণ জানে- আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ইসরাইল একটি দুর্বৃত্ত শক্তি এবং তারা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ সৃষ্টি করেছে যা দায়েশসহ উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিপদের চেয়ে কোনো অংশে কম নয়।

আরও পড়ুন


যৌনকর্মীদের সাহায্যে হাত বাড়ালেন ঋতুপর্ণা

অবশেষে প্রকাশ্যে আসলো নুসরাতের বেবি বাম্প, ছবি ভাইরাল

কোপা আমেরিকায় ব্রাজিলের দল ঘোষণা

কোপা আমেরিকায় আর্জেন্টিনার দল ঘোষণা, স্কোয়াডে নতুন চমক


১৯৭৪ সালে নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি পরিপূর্ণ সম্মান দেখাতে ইসরাইলকে বাধ্য করার জন্য সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে দায়িত্ব কাধে নেওয়ার আহ্বান জানিয়েছে। যারা সিরিয়ার বিরুদ্ধে হামলা চালাবে এবং সন্ত্রাসবাদে মদদ দেবে তাদেরকে বিরত রাখার বিষয়ে বাধ্য করতে জাতসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে।   

চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর বিরুদ্ধে ইসরাইল বারবার সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে যার সর্বশেষ নজির হচ্ছে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন।

ইসরাইলের পশ্চিমা মিত্র দেশগুলোর অন্যায় এবং বে-আইনি সমর্থনের কারণে তেল আবিব এই আগ্রাসী এবং বর্বর তৎপরতা চালিয়ে যেতে উৎসাহিত বোধ করছে। সূত্র: পার্সটুডে।

news24bd.tv আহমেদ