তারপরও মাওয়া ঘাটে ইলিশ খাইতে যাই, কারণ আউটিং

তারপরও মাওয়া ঘাটে ইলিশ খাইতে যাই, কারণ আউটিং

Other

সবাই মাওয়া ঘাটে ইলিশ খাইতে যায়। যেহেতু সবাই যায় তাই আমারও মনে হইলো যাওয়া দরকার। সেই হিসাবে গেছিলাম একবার। মাওয়া হইল পদ্মার পাড়।

পদ্মার পাড়ে গিয়ে ইলিশ খাওয়া মানে পদ্মা নদীর ইলিশ খাওয়া। এইটাই সহজ চিন্তা। আমার ধারণা ছিল নদী থেকে ইলিশ মাছ তুলে এনে রেঁধে দিবে।  

নিদেন পক্ষে সদ্য তোলা মাছ রেঁধে দিবে।

কিন্তু ঘটনা দেখলাম তা না। দেখলাম ডিপ ফ্রিজ থেকে মাছ বের করতেছে। আমার আশা ভংগ হইল। এইরকম ডিপ ফ্রিজ থেকে মাছ বের করে তো বাসাতেই খাই।  


রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু

বিয়েটা সেরেই ফেললেন রেলমন্ত্রী, পাত্রীর পরিচয় জানুন...

সুযোগ পেলে নায়ক হিসেবে অভিনয় করতে রাজি বেরোবি উপাচার্য কলিমউল্লাহ

পাওনা টাকা না দেওয়ায় প্রায় ৬ কোটি টাকার বাড়ি ভেঙে দিলেন মিস্ত্রি


তারপর ভাবলাম পদ্মা নদী দেখতে দেখতে মাছ খাওয়া যাবে। তাতেও চলবে। দেখলাম সেইটাও ভুল। হোটেলগুলো যেখানে তার আশেপাশে পচা এঁদো ডোবা।  

তারপরও মাওয়া ঘাটে ইলিশ খাইতে যাই। কারণ এইটা আসলে আউটিং। আমাদের আউটিং ভাল লাগে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক