করোনা প্রতিরোধে কুষ্টিয়ায় নানা উদ্যোগ

করোনা প্রতিরোধে কুষ্টিয়ায় নানা উদ্যোগ

Other

সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় করোনা প্রতিরোধে বিধি-নিষেধ মাণ্য করতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। কিন্তু তারপরও মানুষকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না।  

বিশেষ বিধি-নিষেধ মাণ্য করাতে কুষ্টিয়া শহরের প্রবেশ দ্বারগুলোতে চেক পোস্টে বাঁশ বাঁধা হয়েছে। শহরের মধ্যদিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বাস চলছে বাইপাস সড়ক হয়ে।  

কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুতে পুলিশ মোতায়েন করা হয়েছে। অযথা মানুষের ঘোরাঘুরি নিয়ন্ত্রণ করছে পুলিশ।  

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কুষ্টিয়া শহরে র‌্যালি করেছে জেলা পুলিশ।

বেলা সাড়ে ১০টায় পুলিশ লাইন্স এর সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক এন এস রোড ঘুরে আসে।  

এছাড়াও জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেটদের কয়েকটি দল দিন-রাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। কিন্তু এসব কোন উদ্যোগই কাজে আসছে না। মানুষ স্বাস্থ্য বিধি মানছেন না।  

গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় ২৯৫ নমুনায় নতুন ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। হার ১৫ শতাংশ। এ সময়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:


পাট ক্ষেত থেকে পাওয়া গেল রক্তাক্ত দুই লাশ

ভারতে পাচার হওয়ার পর ফিরে আসা সেই নারীর স্বামী গ্রেপ্তার

পাকিস্তানে যাত্রীবাহী বাস উল্টে ২০ জনের মৃত্যু

যৌনকর্মীদের সাহায্যে হাত বাড়ালেন ঋতুপর্ণা


news24bd.tv / কামরুল