এখন থেকে একা থাকতে পারবে সৌদি নারীরা

এখন থেকে একা থাকতে পারবে সৌদি নারীরা

অনলাইন ডেস্ক

সৌদি আরবে এখন থেকে অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা নারীরা তাদের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একা বসবাস করতে পারবে। দেশটির আইনের ১৬৯ ধারার ‘বি প্যারাগ্রাফ’ বাতিল করে এক সংশোধনীতে এই রায় দিয়েছে দেশটির বিচারিক কর্তৃপক্ষ। খবর মিডলইস্ট মনিটরের।

সংশোধনী ওই আইনে বলা হয়, একজন প্রাপ্তবয়স্ক নারী কোথায় থাকবেন সেটা নির্ধারণ করার অধিকার তার রয়েছে।

যদি কোনও নারী কোনও অপরাধ করে কেবল তখনই তার অভিভাবক এ বিষয়ে কর্তৃপক্ষকে জানাতে পারবে। এমনকি যদি কোনও নারীর কারাদণ্ড হয়, তবে সাজার মেয়াদ শেষে তাকে তার অভিভাবকের কাছে ন্যস্ত করা হবে না।

news24bd.tv

আইনজীবী নায়েফ আল-মানসি বলেন, কারও মেয়ে একা থাকতে চাইলে তাদের পরিবার এখন থেকে মামলা করতে পারবে না।

আরও পড়ুন


আদালতে দোষী সাব্যস্ত হলেন মেক্সিকান মাদকসম্রাট গুজম্যানের স্ত্রী

২০ দিন আগে আইনজীবী পাত্রীকে দেখে পছন্দ করে রেলমন্ত্রী

অবশেষে প্রকাশ্যে আসলো নুসরাতের বেবি বাম্প, ছবি ভাইরাল

‘গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিলেন কারাগারে নিহত ইসরাইলি গোয়েন্দা’


গত বছরের জুলাই মাসে সৌদি লেখিকা মারিয়াম আল-ওতাইবি একা থাকার বিষয়ে এক মামলায় জয়ী হন।

তার বাবার অনুমতি ছাড়া একা ঘুরতে চাওয়ার পর তা আদালতে গড়ালে সেই মামলায় তার পক্ষে রায় দেয়া হয়।

news24bd.tv / নকিব