উন্নত স্যাটেলাইট পাচ্ছে ইরান, মার্কিন ঘাঁটিতে নজরদারি চালাতে পারবে তেহরান

উন্নত স্যাটেলাইট পাচ্ছে ইরান, মার্কিন ঘাঁটিতে নজরদারি চালাতে পারবে তেহরান

অনলাইন ডেস্ক

ইরানকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম হয় এমন একটি উন্নত সামরিক স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) দিতে চলেছে রাশিয়া। আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়া থেকে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হতে পারে।

শিগগিরই ইরানকে ‘ক্যানোপাস ভি’ নামের একটি অত্যাধুনিক মিলিটারি স্যাটেলাইট দিতে চলেছে রাশিয়া। ওই কৃত্রিম উপগ্রহে রয়েছে অত্যন্ত উন্নতমানের হাই-রেজ্যুলেশন ক্যামেরা।

এর ফলে ইরাকসহ গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে নজরদারি চালাতে পারবে তেহরান। ফলে ওই অঞ্চলের তেল শোধনাগার থেকে শুরু করে ইসরায়েলের সেনাঘাঁটিগুলির উপরও নজর রাখতে পারবে ইরান।

আরও পড়ুন


আদালতে দোষী সাব্যস্ত হলেন মেক্সিকান মাদকসম্রাট গুজম্যানের স্ত্রী

২০ দিন আগে আইনজীবী পাত্রীকে দেখে পছন্দ করে রেলমন্ত্রী

অবশেষে প্রকাশ্যে আসলো নুসরাতের বেবি বাম্প, ছবি ভাইরাল

‘গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিলেন কারাগারে নিহত ইসরাইলি গোয়েন্দা’

এই স্যাটেলাইট পেতে ২০১৮ সাল থেকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একাধিকবার রাশিয়ায় সফর করেছেন বলে জানা যায়। এছাড়া ইরানের ট্রেন কর্মীদের সাহায্য করতে রুশ বিশেষজ্ঞরা সম্প্রতি ইরান সফর করেছেন।

এসব কর্মীরা ইরানের নতুন তৈরিকৃত একটি অবকাঠামো থেকে এই স্যাটেলাইট পরিচালনা করবে।

news24bd.tv/আলী