সাতক্ষীরায় লকডাউনের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়াল

নিজস্ব প্রতিবেদক

চলমান লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণ না কমায় সাতক্ষীরায় লকডাউনের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়েছে প্রশাসন। আগামী ১৭ জুন পর্যন্ত কার্যকর থাকবে এ বিধি-নিষেধ।  

লকডাউন বাস্তবায়নে শহরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ।

তবে  হাট-বাজারে স্বাস্থ্য-বিধি উপেক্ষা করেই চলছেন অনেকে। ভোমরা স্থলবন্দরে সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানি কার্যক্রম।  

তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে অবাধে ঘোরা-ফেরা করতে না পারে সেজন্য  নজরদারি বাড়িয়েছে পুলিশ ও বিজিবি। খুলনার ডেডিকেটেড হাসপাতালে করোনায় মারা গেছেন ৫ জন।

যশোরে গেল ২৪ ঘণ্টায় ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ শতাংশ।

আরও পড়ুন:


আম্পায়ারের ওপর চড়াও হয়ে লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙলেন সাকিব (ভিডিও)

রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু

সুযোগ পেলে নায়ক হিসেবে অভিনয় করতে রাজি বেরোবি উপাচার্য কলিমউল্লাহ

পাওনা টাকা না দেওয়ায় প্রায় ৬ কোটি টাকার বাড়ি ভেঙে দিলেন মিস্ত্রি


 

এ পরিস্থিতিতে যশোর ও নওয়াপাড়া পৌরসভায় স্বাস্থ্যবিধি মানাতে চলাচলের ওপর বিধিনিষেধ থাকলেও সাধারণ মানুষ তা মানছেন না। তবে স্বাস্থ্য বিধিনিষেধ মানাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বৃহস্পতিবার থেকে নওগাঁয় কঠোর বিধিনিষেধ চলমান থাকলে তা মানছে না অনেকেই।   এদিকে করোনার সংক্রমণ রোধে শেরপুরে আজ সকাল ৬টা থেকে ২৪ জুন রাত ১২টা পর্যন্ত বিধি নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।

news24bd.tv নাজিম