রেলমন্ত্রীর বিয়ে নিয়ে হাস্যকৌতুক করা খুবই অমানবিক আর অরুচিকর ব্যপার

রেলমন্ত্রীর বিয়ে নিয়ে হাস্যকৌতুক করা খুবই অমানবিক আর অরুচিকর ব্যপার

Other

৬৫ বছর বয়স্ক রেলমন্ত্রী বিয়ে করেছেন বলে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। তিনি বিপত্নীক। ছেলে মেয়েরা বিয়ে থা করে সংসারী। কয়েকটি সংবাদপত্র এটা নিয়ে যেভাবে শিরোনাম করেছে তাতে বোঝা যায় তারা এটা নিয়ে স্থুল কৌতুক ও রঙ্গ করার সুযোগটি ছাড়তে চাইছেনা।

জনতাও লুফে নিচ্ছে।  

একজন বয়স্ক বিপত্নীক পুরুষ একজন একা নারীকে নিয়ে যদি পুনর্বার সংসারী হয় এবং সুখী হয় সেটা দুপক্ষের জন্যই নিঃসন্দেহে ভাল। সেটা নিয়ে হাস্যকৌতুক করা খুবই অমানবিক আর অরুচিকর ব্যপার। বাংলাদেশে একজন সিনিয়ির সিটিজেন বিয়ে করবেন আর তাকে নিয়ে দল বেধে কৌতুক করবেনা এমনটা বিরল।

 

মূলত মানুষের সত্যিকারের সংগী লাগে শেষ বয়সেই।  

এই সমাজ সিনিয়র সিটিজেনদেরকে খুব অবহেলার চোখে দেখে। তাদের নিঃসংগ, বিদ্ধস্ত, অবসাদগ্রস্ত,পরান্নজীবী  আর হতাশ দেখতেই পছন্দ করে। একজন নিঃসংগ সিনিয়র সিটিজেনের বিয়ে করার ইচ্ছেকে তারা পায়ের তলায় পিষতে চায়। লজ্জা দিয়ে সেই ইচ্ছেকে মেরে ফেলতে চায়।

news24bd.tv/আলী