অবিরাম এই যুদ্ধ মানুষকে কখনো কখনো অন্ধ বানিয়ে দেয়

অবিরাম এই যুদ্ধ মানুষকে কখনো কখনো অন্ধ বানিয়ে দেয়

Other

বুঝতে হবে শিক্ষার আগে থেকেই যুদ্ধটা শুরু হয়। যখনও শিক্ষার মানে বুঝিনি তখনই ক্লাসের বেঞ্চে সুবিধাজনক জায়গায় বসা নিয়ে বন্ধুদের সাথে যুদ্ধের শুরু। বাবা মায়ের সন্তুষ্টি অর্জনের জন্য সহোদরদের সাথেও এক প্রকার যুদ্ধেই নামতাম।  

স্কুলের সুন্দরী মেয়েদের দৃষ্টি আকর্ষণের যুদ্ধটা কার মধ্যে ছিল না? পরীক্ষায় ভালো ফলাফলের যুদ্ধ করতে গিয়ে সফলতা আসে, কিন্তু ব্যর্থতার সংখ্যাও কম নয়।

জীবনে প্রতিষ্ঠার যুদ্ধ’তো থাকে মৃত্যুর আগে পর্যন্ত।  

এই অবিরাম যুদ্ধ মানুষকে কখনো কখনো অন্ধ বানিয়ে দেয়। এই অস্থির যুদ্ধ থেকে শুধু একটু বিরতি নিন। জোরে জোরে নি:শ্বাস নিয়ে কিছুক্ষণ নির্ভেজাল চিন্তা করুণ।

নিজের ভূত ভবিষ্যৎ নিয়ে না ভেবে কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের চারপাশটা একবার খুব ভালো করে দেখে দেখে আসুন।  

দেখবেন, চারপাশের যাদেরকে মানুষ ভাবেন তাদের মধ্যেও অমানুষ ও বেঈমানের একটা চেহারা আছে। অপরদিকে যাদেরকে অমানুষ ভেবে আসছেন তাদেরও সুন্দর একটা মন আছে।

আরও পড়ুন


জি-৭ সম্মেলন: চীন তাহলে সবক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর!

আবারও সিঁথিতে সিঁদুর দিয়ে বিয়ের সাজে শ্রাবন্তী!

শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে ভর্তি সাহিত্যিক সমরেশ মজুমদার

টঙ্গীতে বস্তিতে আগুন, শত শত ঘর পুড়ে ছাই


আসলে মানুষ চিনতে হলে মাঝে মাঝে জীবন যুদ্ধ থেকে বিরতি নিতে হয়। চোখ বন্ধ করে ভাবার সময় বের করে নিতে হয়। জোরে জোরে নি:শ্বাস নিতে হয়। দেখবেন, চারপাশে অকৃতজ্ঞের বাজার বসে আছে …।  

এরপর আবার নতুন করে জীবন যুদ্ধ শুরু করুন। এই যুদ্ধে জয়ী হবেন নিশ্চিত। কারণ ততক্ষণে ভেজাল বিদায় হয়েছে… বিরতি আপনাকে জীবনের অনেক মানে শিখিয়ে দিবে।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর