ব্যাংকের চুরি যাওয়া টাকা উদ্ধার

ব্যাংকের চুরি যাওয়া টাকা উদ্ধার

অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জ উপজেলার এজেন্ট ব্যাংকের চুরি যাওয়া টাকা। শুক্রবার মধ্যরাতে ব্যাংকের পাশে ঝোপঝাড়ের ভেতরে গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের সাঁড়াশি অভিযানে দুই দিনের মধ্যে এই টাকা উদ্ধার করা হয়।  

এর আগে গত বুধবার উপজেলার ফকিরের বাজার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের অফিসের টয়লেটের ভেন্টিলেটরের গ্রিল কেটে ভোল্ট থেকে ৬ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র।

এ ঘটনায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের চাঁদপুর জেলার ম্যানেজার আব্দুর রহমান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদের নেতৃত্বে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, চুরিকৃত টাকা উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত ছিল। গত শুক্রবার মধ্যরাতে ব্যাংকের পাশে ঝোপঝাড়ে আমরা তল্লাশি চালানোর সময় একটি গর্ত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় চুরি হওয়া পুরো ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:


শিক্ষা প্রতিষ্ঠনের চলমান ছুটি বাড়ল

উপ-নির্বাচনে তিন আসনের আ.লীগের প্রার্থী ঘোষণা

১০০ কোটি টিকা দরিদ্র দেশগুলোতে দেবে বিশ্ব নেতারা

ফের ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল


news24bd.tv / কামরুল