বিএনপি নেতা ব্যারিস্টার মারুফকে প্রবাসীদের সংবর্ধনা

বিএনপি নেতা ব্যারিস্টার মারুফকে প্রবাসীদের সংবর্ধনা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে জেলে নিয়ে সরকার পুনরায় ২০১৪ সালের ৫ জানুয়ারি মার্কা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু বিএনপি তা চায় না। বিএনপিসহ সারাবিশ্বের প্রবাসীদের একটিই দাবি সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু একটি নির্বাচন।

রোববার রাতে নিউইয়র্কে ‘বৃহত্তর দাউদকান্দিবাসী’ ব্যানারে প্রদত্ত সংবর্ধনা সমাবেশে বিএনপির এই নেতা আরো বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বরদাশত করবে না।

এদিনই ব্যারিস্টার মারুফ ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে এসেছেন।

ব্রুকলীনে একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা সমাবেশে এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানান তাকে। সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক অধ্যাপক মনির হোসেন খান। পরিচালনা করেন কবির হোসেন অভি।

বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা ফিরোজুল ইসলাম পাটোয়ারি বলেন, ৩৬ বছর যাবত প্রবাসে রয়েছি। গত বছরের শেষার্ধে বাংলাদেশে গিয়ে তিন মাস অবস্থানকালে প্রত্যক্ষ করেছি যে, অসহায় মানুষরা কতটা নাজুক পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছেন। আমরা প্রবাসীরাও নিরাপদে থাকতে পারি না। নিরাপত্তা কেবল তাদেরই রয়েছে, যারা ক্ষমতাবানদের আত্মীয়-স্বজন অথবা বন্ধু রয়েছে এলাকার মাস্তান।

আরও বক্তব্য দেন- আল আমিন সুমন, আকতার হোসেন মোল্লাহ, মোহাম্মদ আবু মুসা, মাজহারুল ইসলাম মজুমদার, আমানত হোসেন আমান, জাহাঙ্গির আলম সরদার, ইউনূস সরকার, বাবুল আমিন খন্দকার, ইয়ার আহমেদ, রুহুল কুদ্দুস খোকন, রাইসুল ইসলাম মিঠু, আইয়ুব আলী প্রমুখ।  


(নিউজ টোয়েন্টিফোর/প্রতিনিধি/তৌহিদ)
 

সম্পর্কিত খবর