খুলনায় করোনায় আরও ৫ জনের মৃত্যু

খুলনায় করোনায় আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে আর বাকি চারজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।  

শুক্রবার (১১ জুন) সকাল থেকে শনিবার (১২ জুন) সকাল পর্যন্ত করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।  

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে হাসপাতালের আইসিইউতে মুমূর্ষ অবস্থায় ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন:


শিক্ষা প্রতিষ্ঠনের চলমান ছুটি বাড়ল

উপ-নির্বাচনে তিন আসনের আ.লীগের প্রার্থী ঘোষণা

১০০ কোটি টিকা দরিদ্র দেশগুলোতে দেবে বিশ্ব নেতারা

ফের ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল


 

ডা. সুহাস রঞ্জন হালদার আরও জানান, হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৩১ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেডজোনে ৬৫ জন, ইয়ালোজোনে ২১ জন, এইচডিইউতে ৩২ জন এবং আইসিইউতে ১৩ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও মহানগরীতে ৩৩৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়, যা মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৪ শতাংশ।

news24bd.tv নাজিম