আমেরিকার মূল্যবোধ আক্রান্ত, রুখতে পারে বাংলাদেশিরা

আমেরিকার মূল্যবোধ আক্রান্ত, রুখতে পারে বাংলাদেশিরা

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

ট্রাম্প প্রশাসনের অ-আমেরিকান কর্মকাণ্ড রুখে দেওয়ার আহবান জানিয়েছেন দুই কংগ্রেসম্যান। নিউইয়র্কে বাংলাদেশিদের দুটি সমাবেশে তারা এ আহবান জানান।

ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট কংগ্রেসওম্যান গ্রেস মেং ক্ষোভের সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতা আজ আক্রান্ত। মানবিক মূল্যবোধে শ্রদ্ধাহীন ব্যক্তির কবলে পড়েছে আমেরিকা।

এ থেকে উত্তরণে সকলকে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেই শুধু নয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনে ডেমক্র্যাটদের ভোট দিতে হবে।

কংগ্রেসে পররাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্য আজ ভুলুন্ঠিত হবার পথে। এ অবস্থা থেকে আমেরিকাকে রক্ষায় চাই সকলের ঐক্য। বাংলাদেশিরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।

মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হবার পাশাপাশি সকলকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়াও জরুরী।

কংগ্রেসম্যান মিক্স জোর দিয়ে বলেন, আমেরিকাকে বিশ্বের শ্রেষ্ঠতম রাষ্ট্রে পরিণত করতে বাংলাদেশি অভিবাসীরাও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। তাই মার্কিন প্রশাসনে অভিবাসীদের সম্মান অটুট রাখতে ডেমক্র্যাটরা বদ্ধপরিকর।

ডেমক্র্যাটিক পার্টির জাতীয় নির্বাহী কমিটিতে একমাত্র বাংলাদেশি শুধু নন দক্ষিণ এশিয়ান শেখ রহমান বলেন, এখন সময় ঘুরে দাঁড়ানোর। এখন সময় আমেরিকান স্বপ্ন পূরণে জোরালো ভুমিকায় অবতীর্ণ হবার।

জাতিসংঘে  বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জাতীয় কমিটির প্রেসিডেন্ট ড. এ কে এ মোমেন বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কেই শুধু নয়, বাংলাদেশ এখন গোটাবিশ্বে উন্নয়নের মডেল হিসেবে পরিণত হয়েছে। উন্নয়নের এ অভিযাত্রায় প্রবাসীরাও শরিক হচ্ছেন। আমি নিজেও সে কাজে রয়েছি।

জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট পড়ে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান শেখ রহমান। তার সমর্থনে ২৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক সমাবেশে কংগ্রেসওম্যান গ্রেস মেং বক্তব্য দেন। গ্রেস মেং তার বক্তব্যে নিজেকে বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, গত ১০ বছরে ডেমক্র্যাটরা কংগ্রেসসহ অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের সহস্রাধীক আসন হারিয়েছি। সেগুলো রিপাবলিকানদের দখলে চলে গেছে। এ অবস্থার অবসানে সকলকে সংঘবদ্ধ হতে হবে। গত এক বছরের আমরা মাত্র ৪০টি আসন পুনরুদ্ধারে সক্ষম হয়েছি। সামনের নির্বাচনে কংগ্রেসের অধিকাংশ আসন দখলে নিতে হবে। এজন্যে যারা ইতিমধ্যেই সিটিজেনশিপ গ্রহণ করেছেন, তাদের উচিত হবে ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়া।

এ সমাবেশ সঞ্চালনা করেন প্রখ্যাত শ্রমিক ইউনিয়ন নেতা মাফ মিসবাহউদ্দিন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, কম্যুনিটি লিডার মোর্শেদ আলম, ফখরুল আলম, খোরশেদ খন্দকার, গিয়াস আহমেদ, হাসানুজ্জামান হাসান, করিম চৌধুরী, আলী হোসেন, এ কে এম নূরল হক এবং সাংবাদিক মাহফুজুর রহমান। সকলেই শেখ রহমানের বিজয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজের অঙ্গিকার করেন।

(নিউজ টোয়েন্টিফোর/প্রতিনিধি/তৌহিদ)
 

সম্পর্কিত খবর