২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার বেড়েছে

২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭১ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৩৭ জন। মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৪৮৬ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার (১১ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১১ হাজার ৫৯০টি নমুনা পরীক্ষা করে আরও এক হাজার ৬৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ২৪ শতাংশ ও গত পরশু ১৩ দশমিক ২৫ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, চার জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২০ জন।

আরও পড়ুন: 


এনআইডির দায়িত্ব ইসিতে থাকা উচিত: সিইসি

খুলনায় করোনায় আরও ৫ জনের মৃত্যু

চার ম্যাচ নিষিদ্ধ সাকিব

ফের ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল


 

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১০৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৬৪ হাজার ২৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৬১ লাখ ৫৬ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

news24bd.tv নাজিম