ঘি এর নামে পোড়া তেল আর পামঅয়েল

ঘি এর নামে পোড়া তেল আর পামঅয়েল

অনলাইন ডেস্ক

প্রাণ, আড়ং-এর মতো ব্র্যান্ডের কৌটায় ভরে পোড়া তেল আর পামঅয়েলের সাথে বিষাক্ত রং মিশিয়ে ঘি এর নামে বিক্রি করা হচ্ছে অনায়াসে। রাজধানীর পুরান ঢাকার বেগম বাজারে ঘি কারখানায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।


আরও পড়ুনঃ

এনআইডির দায়িত্ব ইসিতে থাকা উচিত: সিইসি

খুলনায় করোনায় আরও ৫ জনের মৃত্যু

চার ম্যাচ নিষিদ্ধ সাকিব

ফের ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল


সরেজমিনে তারা দেখতে পায়, ভেজাল ঘি’র কারখানাটিতে দুধের বদলে রয়েছে হাড়ি ভর্তি পোড়া তেল আর পামঅয়েল। পোড়া তেলের সাথে পামওয়েল মিশিয়ে জ্বাল দেয়ার পর ঘিয়ের ফ্লেভারমেশানো হয়।

শিমুল তুলার বিচি থেকে বানানো এক ধরনের বিষাক্ত রাসায়নিক মেশালে সেটি ঘিয়ের রং ধারণ করে। এভাবেই এই কারখানায় ভেজাল ঘি বানানো হচ্ছে ১০ বছর ধরে।

গোয়েন্দা পুলিশ জানায়, এক দশক ধরে বিষাক্ত এই পণ্য রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছে তারা।

news24bd.tv/এমিজান্নাত

এই রকম আরও টপিক