চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

Other

চুয়াডাঙ্গা জেলা কারাগারে রবিউল ইসলাম (৪০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। তার মাথায় একটি ক্ষতচিহ্ন রয়েছে।  

শনিবার (১২ জুন) বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিউল ইসলাম একটি মাদকদ্রব্যের মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

 

কারা কর্তৃপক্ষের দাবি রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত হয়ে বাথরুমের মেঝেতে পড়ে জখম হন।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম গত ১৫ মে থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আটক ছিল। রবিউল মেহেরপুর জেলার গাংনি থানার জিআর ১৭৩/১৬ নম্বর মাদকদ্রব্য মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করছিল। শনিবার কারাগারের বাথরুমে পড়ে গিয়ে অসুস্থ্ হয়ে পড়ে রবিউল।

কারা কর্তৃপক্ষ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। রবিউল মৃগীরোগী ছিল।  

আরও পড়ুন: 


এনআইডির দায়িত্ব ইসিতে থাকা উচিত: সিইসি

খুলনায় করোনায় আরও ৫ জনের মৃত্যু

চার ম্যাচ নিষিদ্ধ সাকিব

ফের ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম বলেন, বেলা ১২টা ১০ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে মারা যায় রবিউল।  

তিনি বলেন, রবিউল মৃগীরোগী ছিল। তার লাশের ময়নাতদন্ত করা হবে।    

news24bd.tv নাজিম