সরকারের পদত্যাগ না হলে রাজপথ থেকে সরে দাঁড়াব নাঃ আমান উল্লাহ আমান

সরকারের পদত্যাগ না হলে রাজপথ থেকে সরে দাঁড়াব নাঃ আমান উল্লাহ আমান

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান তত্ত্বাবধায়ক সরকার না দিলে রাজপথ থেকে সরবেন না বলে মন্তব্য করেছেন ।

আজ শনিবার দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নব্বইয়ে যেমন বলেছিলাম, স্বৈরাচার এরশাদের পতন ছাড়া ঘরে ফিরব না। আজকেও বলতে চাই, যখন আমাদের জাতীয় নেতৃবৃন্দ আন্দোলনের কর্মসূচি দেবেন সেদিন থেকে আবারও রাজপথে দাঁড়াব।

যতক্ষণ হাসিনার পতন না হবে, যতক্ষণ এই সরকারের পদত্যাগ না হবে, যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকার না দেবে, ততক্ষণ রাজপথ থেকে আমরা সরে দাঁড়াব না।


আরও পড়ুনঃ

এনআইডির দায়িত্ব ইসিতে থাকা উচিত: সিইসি

খুলনায় করোনায় আরও ৫ জনের মৃত্যু

চার ম্যাচ নিষিদ্ধ সাকিব

ফের ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল


দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথে বিএনপির চূড়ান্ত আন্দোলন হবে বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি শ্লোগান দিয়েছেন- যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। সেই শ্লোগান বুকে ধারণ করে আমরা নব্বইয়ের চেতনায় আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে, ছাত্র-যুবকদের সংগঠিত করে, সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করে, রাজপথে নেমে চূড়ান্ত আন্দোলন শুরু করব ইনশাল্লাহ।

news24bd.tv/এমিজান্নাত