‘জয় শ্রীরাম’ না বলায় জেলে মুসলিম কারাবন্দিকে মারধর

‘জয় শ্রীরাম’ না বলায় জেলে মুসলিম কারাবন্দিকে মারধর

অনলাইন ডেস্ক

জেলের ভিতরেই ‘জয় শ্রীরাম’  কারণে এক এক কারাবন্দিকে বেধড়ক মারধর করা হয়েছে। কারাবন্দি রশিদ জাফরকে বেধড়ক মারধর করে রামরাম বলতে বলা হয় তাকে। আর এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন ইসলামিক স্টেটের (আইএস) এই সদস্য।  

ভারতের দিল্লির তিহার জেলে ঘটনাটি ঘটেছে।

 

কারাবন্দির অভিযোগ, বেধড়ক মারধর করে রামরাম বলতে বলা হয় তাকে। কিন্তু বিপরীতে পাল্টা অভিযোগ, ওই আইএস সদস্য নিজেই নিজেকে আহত করেছেন।

২০১৮ সালের ডিসেম্বর আইএস’র সদস্য রশিদ জাফরকে গ্রেপ্তার করা হয়। দিল্লিসহ বিভিন্ন জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্র করছিল সে।

তাদের লক্ষ্য ছিল রাজনীতিবিদ থেকে শুরু করে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি। জাতীয় তদন্তকারী সংস্থা ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে রশিদ ও তার ৮ জন সঙ্গী ধরা পড়ে। এরপর থেকে হাই-সিকিউরিটি তিহার কারাগারে রয়েছেন সে।

রশিদ জাফরের আইনজীবী এম এস খান দাবি করেছেন, রশিদকে অনেক মারধর করেছে অন্য বন্দিরা। ‘জয় শ্রীরাম’ বলার জন্য বাধ্য করা হয়েছে তাকে। এ কারণে বুধবার দিল্লির একটি আদালতে মামলা করা হয়েছে।  

news24bd.tv/আলী