ইউরোপিয়ান ফুটবলের জায়ান্ট বেলজিয়ামের প্রতিপক্ষ রাশিয়া

ইউরোপিয়ান ফুটবলের জায়ান্ট বেলজিয়ামের প্রতিপক্ষ রাশিয়া

অনলাইন ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপের ২য় দিনে মাঠে নামছে  ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ দল বেলজিয়াম। তাদের বিপেক্ষ মাঠে নামছে  ২০১৮ বিশ্বকাপ হোস্ট রাশিয়া সেন্ট পিটার্সবার্গে ম্যাচ শুরু হবে রাত ১টায়। একই দিনের বাকি দুই ম্যাচে সন্ধ্যা ৭টায় ওয়েলসের মুখোমুখি হবে সুইসরা এবং রাত ১০টায় ডেনমার্ক-ফিনল্যান্ড লড়াই।

বেলজিয়াম, নামে ভারে ইউরোপিয়ান ফুটবলের জায়ান্ট।

কিন্তু বড় ট্রফি জয়ে পিছিয়ে। ফিফা বিশ্বকাপে ১৩ বার খেলে সেরা পারফরমেন্স ২০১৮তে রাশিয়া বিশ্বকাপে। সেবার আশা জাগিয়েও শেষ পর্যন্ত তৃয় স্থান নিয়েই আসর শেষ করে এইডেন হ্যাজার্ডরা।  

ইউরোতে খেলা হয়েছে ছয়বার, একবার ফাইনাল খেলে রানার্সআপ হয়েছিল তাও একচল্লিশ বছর আগে।

হ্যাজার্ডের নেতৃত্বে কেভিন ডি ব্রুইনা, রোমেলু লকাকু, গোল কিপিংয়ে থিবো কোর্তোয়াদের নিয়ে আলাদা কৌশল ভাবতেই হবে রাশানদের।

বেলজিয়াম-রাশিয়া এর আগে মুখোমুখি হয়েছে সাতবার। পাচ ম্যাচে জয় বেলজিয়ামের। রেড ডেভিলদের বিপক্ষে কখনও জিততে পারেনি রাশানরা, দুই ম্যাচে করেছে ড্র।

news24bd.tv/আলী