গরমে ঠোঁট ফাটা সমস্যায় যে সাতটি কাজ করতে পারেন

গরমে ঠোঁট ফাটা সমস্যায় যে সাতটি কাজ করতে পারেন

অনলাইন ডেস্ক

শুধু শীতকালেই ঠোঁট ফাটে কথাটি ঠিক নয়। গরমেও অনেকের মধ্যে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। এর পেছনে মূল কারণ হচ্ছে পানিশূন্যতা।

তীব্র গরমে ঠোঁটে তেল বা ভ্যাসলিন ব্যবহার করা বেশ বিড়ম্বনার বিষয়।

তাই চলুন জেনে নেয়া যাক গরমে ঠোঁট ফাটা রোধে আমাদের করণীয় কী-

>> টোনার হিসেবে ঠোঁটে ব্যবহার করুন গোলাপজল।

>> হালকা ধরনের কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

>> বেসনের সঙ্গে দুধ মিশিয়ে ঘষে ঘষে ঠোঁট পরিষ্কার করুন।

>> কোকো বাটার আছে এমন লিপবাম ব্যবহার করতে পারেন ঠোঁটে।

>> সপ্তাহে একদিন তিলের তেল ঘষে ঠোঁটের মরা চামড়া উঠিয়ে নিন।

আরও পড়ুন: 


এনআইডির দায়িত্ব ইসিতে থাকা উচিত: সিইসি

খুলনায় করোনায় আরও ৫ জনের মৃত্যু

চার ম্যাচ নিষিদ্ধ সাকিব

ফের ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল


 

>> প্রচুর পরিমাণে পানি পান করুন। পানির অভাবে শরীর শুষ্ক হয়ে ফাটতে পারে ঠোঁট। খেতে পারেন তরমুজের মতো রসালো ফল।

>> বিভিন্ন ধরনের ফল ও ফলের বীজ দিয়ে সালাদ বানিয়ে খান। ফ্লাক্স সিড, পেঁপের বীজ, তিল মিশিয়ে বানানো সালাদ নিয়মিত খেতে পারলে ত্বক ভেতর থেকে থাকবে নরম।

news24bd.tv নাজিম