দেশে ১০ বছরে বজ্রপাতে মৃত্যু ২২৭৬

দেশে ১০ বছরে বজ্রপাতে মৃত্যু ২২৭৬

অনলাইন ডেস্ক

দেশে বজ্রপাতে মৃত্যু ক্রমেই বেড়েই চলছে। গত সাড়ে ১০ বছরে বজ্রপাতে মারা গেছে দুই হাজার ২৭৬ জন। চলতি বছরের ৭ জুন পর্যন্ত বজ্রপাতে মারা গেছে ১০৭ জন।  

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বছরের মে থেকে জুলাই পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা ঘটে।

আর জলবায়ুর বিরূপ পরিবর্তনের প্রভাবে বাড়ছে বজ্রপাতের ঘটনা।

গ্রিন হাউজ গ্যাস নিঃ সরণ বেড়ে যাওয়ায় পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। ফলে বাড়তি আর্দ্রতা প্রভাব ফেলছে বর্ষা ঋতুর বৈচিত্রে। বাড়ছে বজ্রপাত, ঘটছে প্রাণহানি।

চলতি বছরই দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মাঝে। মৃত্যুর সংখ্যাও ক্রমশ বেড়েছে। বেশি মারা যায় মাঠে কাজ করা কৃষক।

এক হিসেবে দেখা গেছে, ২০১৯–২০ সালের মধ্যে দেশে বজ্রপাত হয়েছে ৩১ লাখ ৩৩ হাজারের বেশি। তবে বজ্রপাতের ২৬ শতাংশের বেশি তৈরি হয় মে মাসে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা য্য়, ২০১১ সাল থেকে ২০২১ সালের মধ্যে বজ্রপাতে মারা গেছে দুই হাজার ১৭০ জন। আর চলতি বছরের ৭ জুন পর্যন্ত কেবল বজ্রপাতে মৃত্যু হয়েছে ১০৭ জনের। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ুর বিরূপ পরিবর্তনে বাড়ছে বিপর্যয়।  

মোট বজ্রপাতের প্রায় ৭০ শতাংশ হয় এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তাই এ সময়টাতে সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ বিশেষজ্ঞদের।

আরও পড়ুন:


শিক্ষা প্রতিষ্ঠনের চলমান ছুটি বাড়ল

উপ-নির্বাচনে তিন আসনের আ.লীগের প্রার্থী ঘোষণা

১০০ কোটি টিকা দরিদ্র দেশগুলোতে দেবে বিশ্ব নেতারা

ফের ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল


news24bd.tv / কামরুল