শুভাগত হোমকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে মোহামেডান

শুভাগত হোমকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে মোহামেডান

অনলাইন ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুক্রবারের আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ার এলবিডব্লিউ না দেয়ায় মাঠের মধ্যে স্ট্যাম্পে লাথি মারে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। এরপর শুরু হয় আলোচনা সমালোচনা। বির্তকিত এই কাণ্ডে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।

সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ করায় মোহামেডান অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে শুভাগত হোমকে।

আজ শুভাগতর নেতৃত্বেই খেলতে নেমেছে মোহামেডান।

বিকেএসপির ৪ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছেন শুভাগতরা। টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করেছে মোহামেডান। ৪২ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছেন ইরফান শুক্কুর।

আব্দুল  মজিদ করেছেন ২৯ রান। অধিনায়ক শুভাগত অবশ্য বেশিক্ষণ ব্যাটিংয়ের সুযোগ পাননি। ৪ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন তিনি।

আরও পড়ুন


তুরস্কে পাওয়া গেল ১ হাজার ৮শ বছর আগের ভাস্কর্য

নিজের দাম বাড়িয়েছেন রাশি খান্না!

ইসরাইলের কাছ থেকে গোলান মালভূমি মুক্ত করতে প্রস্তুত নুজাবা আন্দোলন

‘ইরাকের তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তুরস্ক’


১৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জবাবটা ভালই দিচ্ছে ওল্ড ডিওএইচএস। প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেটে ৯২ রান। জয়ের জন্য ৪২ বলে আরো ৬৩ রান দরকার ডিওএইচএসের।

news24bd.tv আহমেদ