নারী কাউন্সিলর লাঞ্ছিত: মেয়র পুত্রের বিরুদ্ধে অভিযোগ

নারী কাউন্সিলর লাঞ্ছিত: মেয়র পুত্রের বিরুদ্ধে অভিযোগ

অনলাইন ডেস্ক

মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ওই পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হাসিনা পারভিন একটি অভিযোগ করেন। আজ রোববার দুপুর ১২টার দিকে সেই সম্মেলন তিনি জানান, মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের ছেলে মানিকসহ অনেকে তাকে লাঞ্ছিতের করেছেন।


আরও পড়ুনঃ

ঢাকা প্রিমিয়ার লিগ: মাঠে যাওয়ার সময় আম্পায়ারদের গাড়িতে হামলা

১০ বছরের জেল হতে পারে নেতানিয়াহুর: ইসরাইলি আইনজীবী

এবার ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা ইসরাইলি বাহিনীর

বিয়ের আসরে নকল গহনা, মারামারি পরে ক্ষতিপূরণ রেখে তালাক


সংবাদ সম্মেলনে হাসিনা পারভিন বলেন, গত সোমবার রাতে মিরকাদিম এলাকায় স্থানীয় সুমন হাজীর বাড়িতে একটি সালিশে যাই। সেই সালিশি বৈঠকে হক কথা বলায় পৌর মেয়রের ছেলে মানিক, তার সহযোগী রন্টি, লিমল, মাইন উদ্দিন ও রিংকুসহ বেশ কয়েকজন আমাকে কিল-ঘুষি ও লাথি দিয়ে বোরকা টেনে ছিঁড়ে ফেলেন।

আমার ছেলে রাজু, বদরুদ্দোজা ও স্বামী কালু মিয়া আমাকে বাঁচাতে আসলে তাদের ওপর হামলা চালায় তারা।

যদিও মেয়র আব্দুস সালামের ছেলে মানিক অভিযোগটি অস্বীকার করেন। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে আমাদের হেয় করার জন্য মিথ্যা অভিযোগ করছেন বলে মাসিক দাবি করেন।

news24bd.tv/এমিজান্নাত