বিয়েবাড়িতে মাছের মাথা না পাওয়ায় সংঘর্ষ, আহত ১১

বিয়েবাড়িতে মাছের মাথা না পাওয়ায় সংঘর্ষ, আহত ১১

অনলাইন ডেস্ক

বিয়ের অনুষ্ঠানে মাছের মাথা না পেয়ে কথা কাটাকাটি, সেখান থেকে হাতাহাতি, এক পর্যায়ে ঘটনা গিয়ে দাঁড়ায় সংঘর্ষে। আর এই সংঘর্ষে আহত হয়েছেন ১১ জন।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চাঞ্চল্যকর এ ঘটনায় তদন্তের জন্য মাঠে পুলিশ নেমেছে।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের গোপালগঞ্জে।

জানা গেছে, গোপালগঞ্জের ভোরে থানাতে এক বাড়ি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। সেখানে বরযাত্রীরা আসলে তাদের খাবারে মাছ পরিবেশন করা শুরু হয়। কিন্তু অতিথিরা মাছের মাথা চান।

মাছের মাথা না থাকায় তা দেয়া হয়নি। এতেই অসন্তুষ্ট হয় অতিথি। আর তারপরই শুরু হয় চেয়ার-টেবিল ছোড়াছুড়ি। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে জখম ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেশীদের সহায়তায় দুই পক্ষের লোকজনদের পৃথক পৃথক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ যায়।


আরও পড়ুন:


ঢাকা প্রিমিয়ার লিগ: মাঠে যাওয়ার সময় আম্পায়ারদের গাড়িতে হামলা

১০ বছরের জেল হতে পারে নেতানিয়াহুর: ইসরাইলি আইনজীবী

এবার ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা ইসরাইলি বাহিনীর

বিয়ের আসরে নকল গহনা, মারামারি পরে ক্ষতিপূরণ রেখে তালাক


এ ঘটনায় এখনো দুপক্ষের মধ্যেই বেশ উত্তেজনা বিরাজ করছে। আর পুলিশ তাদের শান্ত করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। সেখান থেকে জানা যায় অনুষ্ঠানে মাছের মাথা না দেয়ায় এ ঘটনার সূত্রপাত।

এসডিপিও নরেশ কুমার জানিয়েছেন, দুই পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।

news24bd.tv / নকিব