মাদারীপুরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

মাদারীপুরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

Other

সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে মাদারীপুরের শিবচরে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর অসুস্থ্য অবস্থায় একজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রোবববার দুপুরে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মো. মানিক মুন্সির বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংকি পরিস্কার করার জন্য শ্রমিক মো. ফরহাদ শেখ (৩৫) ও মাসুদ ফকির (৩২) সেপটিক ট্যাংকির মধ্যে নামে। এসময় ট্যাংকির গ্যাসে উভয়ে অসুস্থ হয়ে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন দ্রুত তাদের ট্যাংকি থেকে উপরে ওঠায়।

এসময় ঘটনাস্থলেই মো. ফরহাদ শেখের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ্য অবস্থায় মাসুদ ফকিরকে (৩২) স্থানীয়রা চিকিৎসার জন্য প্রথমে ভাঙ্গা ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: 


নিয়োগ দেবে ঔষধ প্রশাসন অধিদপ্তর

শুভাগত হোমকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে মোহামেডান

তুরস্কে পাওয়া গেল ১ হাজার ৮শ বছর আগের ভাস্কর্য

নিজের দাম বাড়িয়েছেন রাশি খান্না!


 

নিহত মো. ফরহাদ শেখ (৩৫) শিরুয়াইল ইউনিয়নের দক্ষিণ চর তাজপুর সিপাহি কান্দি গ্রামের মো. তারা মিয়া শেখের ছেলে।

news24bd.tv / তৌহিদ