ধর্ষণের অভিযোগে শিশু গ্রেপ্তারের অভিযোগে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ধর্ষণের অভিযোগে শিশু গ্রেপ্তারের অভিযোগে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

বরিশালের বাকেরগঞ্জ শিশু ধর্ষণ মামলায় ৪ শিশুকে গ্রেপ্তারের অভিযোগে সংশ্লিষ্ট থানার ওসিসহ ৪ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ব্যবস্থা নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধেও। এছাড়া জেলে পাঠানো বিচারককে ফৌজদারি ক্ষমতাচ্যুতও করা হয়েছে।

গত বছরের ৮ অক্টোবর রাতে কোর্ট বসিয়ে ৪ শিশুকে মুক্তির আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় ৮ থেকে ৯ বছরের ৪ শিশু। প্রিজন ভ্যানে তোলার সময় আর্তনাদ এবং কারাগারে পাঠানোর প্রতিবেদন প্রচার করে সংবাদ মধ্যম।


আরও পড়ুন

নিয়োগ দেবে ঔষধ প্রশাসন অধিদপ্তর

শুভাগত হোমকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে মোহামেডান

তুরস্কে পাওয়া গেল ১ হাজার ৮শ বছর আগের ভাস্কর্য

নিজের দাম বাড়িয়েছেন রাশি খান্না!


তারপরই রাতেই বসে উচ্চ আদালত। আদেশ দেওয়া হয় দ্রুত মুক্তির।

পরদিন ৯ অক্টোবর শিশুদের ঘরে ফিরিয়ে দেওয়া হয়। কাঠগড়ায় দাঁড় করানো হয় বাকেরগঞ্জ থানা পুলিশকে এবং বিচারককে  জেলে পাঠানো হয়। তারা ভুল স্বীকার করে উচ্চ আদালতে ক্ষমা চান।

আজ রোববার এ মামলার চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট। রায়ে বাকেরগঞ্জ থানার ওসিসহ ৪ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে নিদের্শ দিয়েছেন আদালত।

news24bd.tv/এমিজান্নাত