বর্ষার প্রথম বৃষ্টিতেই চট্টগ্রাম শহরের সড়কগুলোর বেহাল দশা

বর্ষার প্রথম বৃষ্টিতেই চট্টগ্রাম শহরের সড়কগুলোর বেহাল দশা

অনলাইন ডেস্ক

বর্ষার প্রথম বৃষ্টিতেই চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সড়ক গুলোর বেহাল অবস্থা। খানা খন্দক ও ভাঙ্গাচোরা রাস্তা দিয়েই চলছে হাজার হাজার পারিবহন । এ অবস্থায় রাস্তায় চলাচল করতে সাধারণ মানুষের যেমন চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তেমনি যানবাহন চালকদেরও পড়তে হচ্ছে বিপাকে। সিটি মেয়র বলছেন, বর্ষার পরেই শুরু হবে সড়ক সংস্কারের কাজ।

চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয় ।

ভাঙ্গা-চোরা রাস্তাটি দেখে গ্রামের কোন সড়ক মনে হলেও এটি চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাট থেকে বারিকবিল্ডিং সড়ক। শুধু এই সড়কটিই নয়, নগরীর অক্সিজেন কুয়াইশ ফোরলেইন সড়ক,আগ্রাবাদ, বহদ্দারহাট, দুই নম্বর গেইটসহ বিভিন্ন সড়কেরই এমন বেহাল দশা।


আরও পড়ুন

 

ঢাকা প্রিমিয়ার লিগ: মাঠে যাওয়ার সময় আম্পায়ারদের গাড়িতে হামলা

১০ বছরের জেল হতে পারে নেতানিয়াহুর: ইসরাইলি আইনজীবী

এবার ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা ইসরাইলি বাহিনীর

বিয়ের আসরে নকল গহনা, মারামারি পরে ক্ষতিপূরণ রেখে তালাক


এমন সড়ক দিয়ে গাড়ি চালাতে গিয়ে যেকোন সময় বড় দূর্ঘটনার আশংকায় চালকরা।

চট্টগ্রাম সিটি মেয়র বলছেন  শিঘ্রই  শৃরু হবে সড়ক সংস্কার কাজ। নগর পরিকল্পনাবিদরা বলছেন ,টেকসই সড়ক নির্মান না হলে সড়ক নির্মানের টাকা যাবে পানিতে। আসবেনা তেমন কোন সুফল।

বৃষ্টি হলেই সড়কের কোথাও হাঁটু পানি কোথাও কোমড় পানি তার মধ্যেই ভাঙ্গা রাস্তায় মহা দুর্ভোগে নগরবাসী। শুধু সড়ক সংস্কার নয় দ্রুত পানি নিষ্কাশনের ব্যাবস্থা করা জরুরী বলছেন বিশেষজ্ঞরা।

news24bd.tv/এমিজান্নাত