মারা গেলেন ৩৮ স্ত্রী ও ৮৯ জন সন্তানের বাবা

মারা গেলেন ৩৮ স্ত্রী ও ৮৯ জন সন্তানের বাবা

অনলাইন ডেস্ক

ভারতে মিজোরামে বিশ্বের বৃহত্তম পরিবারের অন্যতম প্রধান জিয়না চানা ৩৮ জন স্ত্রী, ৮৯ জন শিশু ও ৩৩ নাতি নাতনি রেখে আজ রবিবার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যকালে তাঁর বয়স ছিল ৭৬ বছর।

আইজল জেলা প্রশাসনের একজন জানিয়েছেন, জিয়না ৭জুন থেকে অসুস্থ ছিলেন এবং কিছুদিন আগে তার ডায়াবেটিস, হাইপারটেনশন এবং বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই আজ রবিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আরও পড়ুন

নিয়োগ দেবে ঔষধ প্রশাসন অধিদপ্তর

শুভাগত হোমকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে মোহামেডান

তুরস্কে পাওয়া গেল ১ হাজার ৮শ বছর আগের ভাস্কর্য

নিজের দাম বাড়িয়েছেন রাশি খান্না


 

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা একটি টুইট বার্তায় জিয়ানর মৃত্যতে শোক প্রকাশ করেন।

তাঁর পারিবারিক সূত্র জানায়, জিয়নার আত্মীয়স্বজন এবং দর্শনার্থীদের থাকার জন্য একটি অতিথিশালা রয়েছে। এই বিশাল খ্রিস্টান পরিবারের প্রায় একচেটিয়াভাবে একটি স্কুল এবং খেলার মাঠ রয়েছে।
জিয়ানার সন্তান এবং তাদের স্ত্রী এবং তাদের বাচ্চারা একই ভবনের বিভিন্ন কক্ষে বাস করে, তবে সবাই একটি রান্নাঘর শেয়ার করে।

স্থানীয়দের মতে, পরিবারটি অনেকটা সামরিক শৃঙ্খলা নিয়ে গঠিত হয়েছে, প্রবীণ স্ত্রী খাবার প্রস্তুত করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, ধোয়ার মতো গৃহস্থালি কাজ করার জন্য তার সহকর্মী এবং সহযোগীদের পরিচালনা করেন।

এক বেলার খাবারে তাদর ৩০টি মুরগি, প্রায় 60 কেজি আলু এবং প্রায় 100 কেজি চাল প্রয়োজন হয়।  

news24bd.tv/এমিজান্নাত