সাহু সিজদা কী?

সাহু সিজদা কী?

অনলাইন ডেস্ক

ঈমানের পর নামাজ হচ্ছে মুসলমানের গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজে মানুষের ভুল হয়ে গেলে সাহু সিজদা দেয়া ওয়াজিব। আমাদের অনেকেরই জানা নেই সাহু সিজদা কী।

নামাজে কিছু বিষয় আছে, যা ভুলক্রমে হয়ে গেলে তার ক্ষতিপূরণ হিসেবে নামাজ শেষে দুটি অতিরিক্ত সিজদা আদায় করতে হয়।

এই সিজদাকেই সাহু সিজদা বলা হয়।  

শরয়ি দৃষ্টিকোণে এটি ওয়াজিব। যেমন-নামাজের কোনো ফরজ ভুলক্রমে নির্ধারিত সময়ের আগে বা পরে আদায় করলে, এক ফরজ ডাবল আদায় করলে, নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে বা তা আদায়কালে কোনো পরিবর্তন অথবা বিলম্ব করলে সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়। এই সিজদা নামাজের শেষে আদায় করতে হয়।

অনেকে মনে করেন, নামাজের কিরাতে কোনো ভুল হলেও সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়, এটি ভুল ধারণা।

এর পদ্ধতি হলো, শেষ রাকাতে তাশাহুদ পড়ে শুধু ডান দিকে সালাম ফেরানোর পর তাকবির বলে যথারীতি দুটি সিজদা আদায় করবে। এরপর বসে আবার তাশাহুদ, দরুদ শরিফ ও দোয়া পাঠ করে দুই সালামের মাধ্যমে নামাজ শেষ করবে।

হজরত ইমরান ইবনে হুসনাইন (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.) তাঁদের সঙ্গে নামাজ পড়েছিলেন। নামাজে ভুল হয়ে যায়। তারপর দুটি সিজদা করলেন, এরপর তাশাহুদ পড়লেন, তারপর সালাম ফেরালেন। (তিরমিজি, হাদিস : ৩৯৫)

news24bd.tv নাজিম