নানা দেশে সরকারি চাকরির বয়সসীমা

নানা দেশে সরকারি চাকরির বয়সসীমা

অনলাইন ডেস্ক

বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতিতে এই বয়সসীমা বাড়িয়ে ৩২ করার দাবি জানিয়েছেন সরকারি চাকরিপ্রত্যাশীদের একাংশ।

তবে দেশে সহকারী বিচারক এবং বিসিএস স্বাস্থ্য অর্থাৎ ডাক্তারদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। এছাড়া বিশেষ ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন কোটার ক্ষেত্রেও এই বয়সসীমা ৩২ বছর।

তবে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ভিন্ন ভিন্ন। এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশে এই বয়সসীমা কত বছর-

ভারত

ভারতে রাজ্যভেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪৫ বছর৷ পশ্চিমবঙ্গে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

শ্রীলংকা

দক্ষিণ এশিয়ার এই দেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৪৫ বছর।

news24bd.tv

তাইওয়ান

তাইওয়ানে বয়স সর্বোচ্চ ৩৫ বছর হলেও সরকারি চাকরিতে যোগ দেয়ার সুযোগ থাকে।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় সরকারি চাকরিতে যোগ দেয়ার সর্বোচ্চ বয়স ৪৫ বছর।

কাতার

মধ্যপ্রাচ্যের এই দেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

news24bd.tv

সুইডেন

সেখানে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ ৪৭ বছর পর্যন্ত থাকে।

ফ্রান্স

ফ্রান্সে ৪০ বছর বয়স হলেও কেউ সরকারি চাকরি পেতে পারেন।

news24bd.tv

ইটালি

ইটালিতে ৩৫ বছর পর্যন্ত কেউ সরকারি চাকরিতে প্রবেশ করতে পারেন।

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ৫৯ বছর বয়সেও একজন নাগরিক সরকারি চাকরিতে যোগ দিতে পারেন।

আরও পড়ুন:


তিন সঙ্গীসহ তিনদিন নিখোঁজ ধর্মীয় বক্তা আদনান

পরীমনির ঘটনা দেখে মনে হচ্ছে কোথাও কারো মধ্যে ঘাপলা আছে

মধ্যগগণে ক্রু-যাত্রীদের ধ্বস্তাধস্তি, বিমানের জরুরি অবতরণ

চতুর্থ বিয়ের মধুচন্দ্রিমায় পাহাড়ে যেতে চান শ্রাবন্তী?


কানাডা

এই দেশে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ ৪৭ বছর হলে শেষ হয়ে যায়।

সূত্র: ডয়চে ভেলে

news24bd.tv / নকিব