আদনানকে খুঁজে না পাওয়ায় উদ্বিগ্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আদনানকে খুঁজে না পাওয়ায় উদ্বিগ্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

অনলাইন ডেস্ক

গত বৃহস্পতিবার গভীর রাত থেকে তিনদিন গাড়িচালকসহ নিখোঁজ রয়েছেন মো. আফছানুল আদনান (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) নামের এক যুবক। তিনি অনলাইনে ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত।

এই ঘটনায় উদ্বিগ্নতা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া।

আজ সোমবার (১৪ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্থাটি একটি বাংলাদেশি ইংরেজি দৈনিক পত্রিকার সংশ্লিষ্ট একটি খবরের শেয়ার করে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।

তারা জানায়, “তিনজন সঙ্গীসহ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষের অবশ্যই এই ব্যাপারে তাদের অবস্থান নির্ধারণের জন্য দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। তারা রাষ্ট্রীয় হেফাজতে থাকলে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আদনানকে তার স্ত্রী ফোন দিলে তিনি বলেন, তিনি এখন ঢাকার গাবতলীতে আছেন। মুঠোফোনের চার্জও প্রায় শেষ হয়ে গেছে। এরপর থেকে আদনানসহ সবার মুঠোফোনই বন্ধ রয়েছে।


আরও পড়ুন:


তিন সঙ্গীসহ তিনদিন নিখোঁজ ধর্মীয় বক্তা আদনান

পরীমনির ঘটনা দেখে মনে হচ্ছে কোথাও কারো মধ্যে ঘাপলা আছে

মধ্যগগণে ক্রু-যাত্রীদের ধ্বস্তাধস্তি, বিমানের জরুরি অবতরণ

চতুর্থ বিয়ের মধুচন্দ্রিমায় পাহাড়ে যেতে চান শ্রাবন্তী?


উল্লেখ্য, আদনান কোনো রাজনীতি বা কোনো ধর্মীয় সংগঠনও করেন না বলে জানান আদনানের মা। আদনানের খোঁজ না পেয়ে পরিবার উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। ছেলেকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান তিনি।

আদনানের খোঁজ না পেয়ে তার মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

news24bd.tv / নকিব