মে মাসের সেরা খেলোয়াড় মুশফিক

মে মাসের সেরা খেলোয়াড় মুশফিক

অনলাইন ডেস্ক

আজ সোমবার দুপুরে এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) জানান, মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।

সমর্থকদের ভোটে পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রাভিন জয়াবিক্রমাকে পেছনে ফেলেছেন বাংলাদেশি তারকা মুশফিক।

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী হয় টাইগাররা। আর মে মাসে এই রেকর্ড গড়তে অনেক বড় ভূমিকা ছিল মুশফিকের।


আরও পড়ুন

তিন সঙ্গীসহ তিনদিন নিখোঁজ ধর্মীয় বক্তা আদনান

নেইমার জাদুতে কোপায় উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের জয়

চতুর্থ বিয়ের মধুচন্দ্রিমায় পাহাড়ে যেতে চান শ্রাবন্তী?

দায়িত্ব গ্রহণ করেই যে প্রতিশ্রুতি দিলেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী


মিরপুরে প্রথম ওয়ানডেতে ৮৭ বলে ৮৪ রানের ইনিংস খেলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ খেলোয়ার মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে ১২৭ বলে তার ব্যাট থেকে আসে ১২৫ রানের ইনিংস। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।

news24bd.tv/এমিজান্নাত