নাসিরের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নয়: জাতীয় পার্টি মহাসচিব

(ছবি: বাঁ-দিক থেকে) নাসির উদ্দিন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু

নাসিরের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নয়: জাতীয় পার্টি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

পরীমণির ঘটনায় দলের প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

তিনি বলেন, ‘পরীমণি তার ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করায় এখনই কোনো ব্যবস্থা নেওয়া হবে না। ’

আজ গণমাধ্যমকে একথা বলেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘পুলিশের তদন্তে দলের কারও নাম বেরিয়ে এলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:


পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামী নাসিরসহ পাঁচজন গ্রেপ্তার

আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্রের রাজনীতি করে না: কাদের

পরীমণিকে নির্যাতনের ঘটনায় সংসদে বিচার চাইলেন এমপি হারুন

মামলার এজাহারে যা বলেছেন পরীমণি


 

এদিকে, পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নাসির উদ্দিনকে আজ দুপুরে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর আগে আজ দুপুর ১২টার দিকে নাসির উদ্দিন মাহমুদ, অমিসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা করেন চিত্রনায়িকা পরীমণি।

news24bd.tv নাজিম