ভারতে এবার বাংলাদেশি ৫ বছরের শিশু উদ্ধার

ভারতে এবার বাংলাদেশি ৫ বছরের শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক

এ যেন ‘কেঁচো খুঁড়তে কেউটের’ সন্ধান। টিকটক হৃদয়দের হাতে নির্মম নির্যাতনের শিকার হওয়া তরুণীর ঘটনা তদন্তে নেমে নিত্য নতুন তথ্য পাচ্ছে ভারতীয় পুলিশ।  

দেশটির পুলিশ জানিয়েছে তারা বাংলাদেশি পাচ বছরের এক শিশুকে উদ্ধার করেছে। একই সাথে আরও  সাত বাংলাদেশি নারীকে উদ্ধার করে পুলিশ।

এদেরও দেহব্যবসায় বাধ্য করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভুক্তভোগী নারীরা জানিয়েছে তাদের মতো কয়েক শ বাংলাদেশি নারী গত কয়েক মাসে ভারতে পাচার হয়েছেন।

বাংলাদেশ থেকে পাচার হওয়া এক তরুণীকে গত মাসের শেষ দিকে নির্মম নির্যাতন করে কয়েক জন বাংলাদেশি যুবক। অভিযুক্তরা নিজেরাই ভিডিও ধারণ করে ফেঁসে যায়।

ভিডিওটি তারা আসাম এবং পশ্চিমবঙ্গের বন্ধুদের সঙ্গে শেয়ার করে।

ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠলে ভারতের নর্থ ইস্ট পুলিশ এবং বাংলাদেশি প্রশাসন তদন্ত শুরু করে। আসাম পুলিশ টুইটারে ছবি পোস্ট করে অভিযুক্তদের ব্যাপারে তথ্য দেয়ার অনুরোধ জানায় সাধারণ মানুষকে। সঙ্গে প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।

কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ বুঝতে পারে, অভিযুক্তরা রামনগরমূর্তির আওলাহল্লি এলাকায় অবস্থান করছেন। সেখান থেকে এক তরুণীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তখন ভুক্তভোগী অন্য সাত নারীকে উদ্ধার করা হয়।

news24bd.tv/আলী