আর্জেন্টিনার খেলা যে চ্যানেলে ও যে সময়ে

আর্জেন্টিনার খেলা যে চ্যানেলে ও যে সময়ে

অনলাইন ডেস্ক

অনেক কঠিন সময় পার করে ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে কোপা আমেরিকার আসর। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের ফেভারিট মানলেও আত্মবিশ্বাস নিয়ে লড়াইয়ের প্রত্যাশা চিলি কোচ মার্টিন লাসার্তের। মুখোমুখি শেষ দুই ম্যাচে ড্র করলেও জয় দিয়ে আসর শুরু করতে চায় আর্জেন্টিনাও।

এস্তাদিও অলিম্পিকো নিলটন সান্তোসে ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৩ টায়।

১৯৯৩ সালে শেষ বার কোপা আমেরিকা জিতে। এরপর হতাশা নিয়েই নিয়েই বাড়ি ফেরা। যদিও এবার মেসির নেতৃত্বে কোপা জিততে মরিয়া আর্জেন্টাইনরা।

কোপার লড়াইয়ে নামার আগে প্রীতি ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে মেসিরা। অন্যদিকে, শক্তিশালী দল নিয়েই এবার কোপা মিশনে নামছে চিলি।

২০১৬ সালের কোপা জয়ী চিলি অবশ্য লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে ফেভারিট হিসেবেই নামছে। যদিও দলটার বড় দুশ্চিন্তার বিষয় আর্জেন্টিনার মত দলের বিরুদ্ধে নামতে হবে দলের সেরা খেলোয়াড় আলেক্সিস স্যাঞ্চেজকে ছাড়া। এই ম্যাচের পরও তাকে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না পায়ের চোটের কারণে।

দুই দলের লড়াই শুরু হবে সোমবার দিবাগত রাত ৩টায়। সরাসরি খেলা শুরু হবে সনি সিক্স চ্যানেলে। এছাড়াক ওয়েব প্ল্যাটফর্ম সনি লিভ দেখাবে ম্যাচটি।

দু'দলের ৯৩ দেখায় মাত্র ৮ বার জয় পেয়েছে লা রোজারা। ৬১ জয় আছে আর্জেন্টিনার। পরিসংখ্যানের পাতায় যদিও মিলবে না বাস্তব চিত্র। তবুও আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে লা আলবিসেলেস্তারা।

সম্ভাব্য একাদশ:
আর্জেন্টিনা: হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস একুনা, জিওভানি লো সেলসো, লিয়েন্দ্র পারেদেস, এঞ্জেল দি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেজ।

চিলি: ক্লদিও ব্র্যাভো, মরিসিও ইসলা, গ্যারি মেডেল, গিলেরমো মারিপান, ইউজেনিও মেনা, আর্তুরো ভিদাল, এরিক পুলগার, চার্লস আরাঙ্গুইজ, জিন মেনেসেস, ফেলিপে মোরা, এডুয়ার্ড ভার্গাস।

news24bd.tv/আলী