এনায়েত উল্লাহর সম্পদের হিসাব চেয়েছে দুদক

এনায়েত উল্লাহর সম্পদের হিসাব চেয়েছে দুদক

অনলাইন ডেস্ক

ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার (১৪ জুন) দুর্নীতি বিরোধী সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ নোটিশ পাঠানো হয়।

দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, এনায়েত উল্লাহ নিজ নামে এবং অন্য নামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এ কারণে নিজের এবং তার উপর পরিবারে নির্ভরশীল সদস্যদের আয়ের উৎসসহ সকল সম্পদের হিসাব ২১ কর্ম দিবসের মধ্যে দিতে বলা হয়েছে।

এ সময়ের মধ্যে হিসাব জমা না দিলে বা মিথ্যা তথ্য দিলে দুর্নীতি দমন কমিশন আইনের ধারা ২৬ এর উপধারা (২) অনুযায়ী ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

খন্দকার এনায়েত উল্লাহ এনা পরিবহণের মালিক। ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক ছাড়াও এনায়েত উল্লাহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি।

news24bd.tv/আলী