নারীদের হজ নিয়ে নিষেধাজ্ঞা উঠালো সৌদি

নারীদের হজ নিয়ে নিষেধাজ্ঞা উঠালো সৌদি

অনলাইন ডেস্ক

এবার পুরুষ অভিভাবক ছাড়াই পবিত্র হজের জন্য  নিবন্ধন করতে পারবেন সৌদি আরবের নারীরা। এখন দেশটির নারীরা একজন মহরম (পুরুষ অভিভাবক) ছাড়াই অন্য নারীদের সঙ্গে হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সোমবার এই ঘোষণা দিয়েছে।

চলতি বছরের হজের নিবন্ধনে স্থানীয়দের জন্য নির্দেশিকা জারি করে মন্ত্রণালয় জানিয়েছে, হজের নিবন্ধনের জন্য নারীদের পুরুষ অভিভাবকের আর কোনো প্রয়োজন নেই।

তারা অন্য নারীদের সঙ্গে এখন থেকে পবিত্র হজ আদায় করতে পারবেন।     

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি সমাজে সংস্কার আনার জন্য নারীদের এমন নানা প্রাপ্য সুযোগ–সুবিধা দেওয়া হচ্ছে।

সৌদির নারীদের পুরুষ নিকটাত্মীয় কিংবা অভিভাবক ছাড়া একাকী বসবাসের সুযোগ আইনত নিষিদ্ধ ছিল। গতকাল রোববার এ সংক্রান্ত শরিয়াহ আইন সংশোধনের মাধ্যমে নারীদের একাকী বসবাসের অনুমতি দেওয়া হয়।

আজ আসলো এই ঘোষণা।

news24bd.tv/আলী