লোকালয়ে হাঁস খেতে গিয়ে ধরা ৮ ফুট অজগর

লোকালয়ে হাঁস খেতে গিয়ে ধরা ৮ ফুট অজগর

Other

সুন্দরবনের একটি অজগর বাগেরহাটের মোংলার লোকালয়ে এসে একটি বাড়িতে হাঁস খেয়ে ধরা পরেছে। মঙ্গলবার (১৫ জুন) সকালে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোরাবুরবুড়িয়া গ্রামের বিধান হালদারের বসত বাড়ীর হাঁসের খোপ থেকে ৬ কেজি রজনের ৮ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। অজগরটিকে উদ্ধার করার আগেই ৫টি হাঁস খেয়ে ফেলেছে।

আরও পড়ুন:


মাত্র ৫ হাজার টাকা পেয়েই হত্যার মিশনে নামে খুনিরা

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২


দুপুরে সুন্দরবনের কাটাখালী ফঁড়ি সংলগ্ন বনে অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন চাঁদপাই রেঞ্জের কাটাখালী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেগনাথ সরকার বলেন, খাদ্যের সন্ধানে লোকালয়ে আসা সুন্দরবনের একটি অগজর উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের কর্মীরা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোরাবুরবুড়িয়া গ্রামের বসত বাড়ির হাঁসের খোপ থেকে সাপটি উদ্ধার করে। কর্মীরা উদ্ধার করা আগের অজগরটি ৫টি হাঁস খেয়ে ফেলেছে। অজগরটির ওজন ৬ কেজি ও লম্বায় ৮ফুট।

দুপুরে সুন্দরবনের কাটাখালী ফঁড়ি সংলগ্ন বনে অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে।

news24bd.tv / তৌহিদ