১৪ দিনের লকডাউনে চুয়াডাঙ্গার দামুড়হুদা

১৪ দিনের লকডাউনে চুয়াডাঙ্গার দামুড়হুদা

অনলাইন ডেস্ক

১৪ দিনের লকডাউন দেওয়া হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাকে। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে এ লকডাউন শুরু হয়।

ভারত সীমান্তবর্তী এই উপজেলায় করোনা শনাক্ত ও মৃত্যুর হার দিনে দিনে বেড়ে যাওয়ায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি গতকাল সোমবার দুপুরে বিশেষ সভা থেকে লকডাউনের ঘোষণা দেয়।

আরও পড়ুন:


মোংলা হাসপাতালে ১৫টি বেডসহ করোনা সুরক্ষা সামগ্রী দিল ভারতীয় কোম্পানি

লোকালয়ে হাঁস খেতে গিয়ে ধরা ৮ ফুট অজগর

মাত্র ৫ হাজার টাকা পেয়েই হত্যার মিশনে নামে খুনিরা

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

লকডাউন চলাকালে সকল প্রকার দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে।

তবে, বিচ্ছিন্নভাবে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও সেভাবে যাত্রী দেখা যায়নি। সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতাও ছিল কম।  

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৫০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ১৬ শতাংশ।

সোমবার শনাক্তের এ হার ছিল ৪৩ দশমিক ১৮ শতাংশ। শুরু থেকে জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ২ হাজার ৩২৯ এবং মারা গেছেন ৭১ জন।

news24bd.tv / তৌহিদ