মেয়ে আলাইনাকে সাকিবের অভিনন্দন

মেয়ে আলাইনাকে সাকিবের অভিনন্দন

অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব আল হাসান। স্ত্রী-সন্তান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর সেখানে জন্ম দিয়েছেন বিতর্কিত এক ঘটনার। যার কারণে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।

এছাড়া করোনার কারণে মানতে হচ্ছে কঠোর বায়োবাবলের নিয়ম। সবমিলিয়ে খুব একটা যে স্বস্তিতে আছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া তার এক স্ট্যাটাস দেখেই সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।

আরও পড়ুন

মোংলা হাসপাতালে ১৫টি বেডসহ করোনা সুরক্ষা সামগ্রী দিল ভারতীয় কোম্পানি

মাত্র ৫ হাজার টাকা পেয়েই হত্যার মিশনে নামে খুনিরা

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে কেয়ার নিউট্রিশন

আজ মঙ্গলবার বড় মেয়ে আলাইনাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

সাকিব তার স্ট্যাটাসে জানান, তার কন্যা আলাইনা হাসান অব্রি পড়াশোনার প্রথম ধাপ কিন্ডারগার্টেন পর্ব শেষ করেছে।

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী এ দিনটি বেশ জমকালোভাবেই পালন করা হয়। এসময় সন্তানের পাশে থাকেন বাবা-মা। কিন্তু দুভার্গ্য, সাকিব এমন দিনে মেয়ের পাশে থাকতে পারেননি।

কিছুটা আক্ষেপ এর ‍সুরে সাকিব লিখেছেন, 'কিন্ডারগার্টেন থেকে গ্র্যাজুয়েশন করার জন্য আমার বড় মেয়েকে অভিনন্দন। আমি দুঃখিত, তোমার বড় দিনটি মিস করেছি। তবে আমি ভবিষ্যতে এর কোনোটি মিস না করার প্রতিশ্রুতি দিচ্ছি। '

news24bd.tv/এমিজান্নাত