অবস্থান মেপে সিদ্ধান্ত নিতে পারেন আজ ভ্যাকসিন পাবেন কী না

অবস্থান মেপে সিদ্ধান্ত নিতে পারেন আজ ভ্যাকসিন পাবেন কী না

Other

এমপিপি ডলি বেগমের অফিস থেকে কাল বিকেলেই ইমেইলে সবাইকে জানানো হয়েছিলো ওয়ার্ডেন হিলটপের আজকের ভ্যাকসিন ক্রিনিকের কথা। ‘আগে আসলে আগে পাবেন  ভিত্তিতে’ বা যতোক্ষণ সাপ্লাই থাকে ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে সেটিও জানানো হয়েছিলো।  

সকাল সাড়ে ৮টায় ভ্যাকসিন দেয়া শুরু হলেও প্রথম ব্যক্তিটি লাইনে এসে দাঁড়িয়েছেন রাত ১.৩০ মিনিটে। সকালে ভ্যাকসিন ক্লিনিক খোলার আগে সেই লাইনটা কোথায় গিয়েছে? 

মূলধারার মিডিয়ার ফটোগ্রাফাররা অনেক কসরত করেও অপেক্ষমান মানুষের পুরো লাইনের ধারনা পাওয়া যায়- এমন একটি ছবি তুলতে সক্ষম হননি।

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দ্বিতীয় ডোজ পেতে আগ্রহীদের জন্য ভ্যাকসিন পাবার ব্যবস্থা রাখা হয়েছিলো এই ভ্যাকসিন ক্লিনিকে।

আরও পড়ুন:


আম্পায়ারের ওপর চড়াও হয়ে লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙলেন সাকিব (ভিডিও)

রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু

সুযোগ পেলে নায়ক হিসেবে অভিনয় করতে রাজি বেরোবি উপাচার্য কলিমউল্লাহ

পাওনা টাকা না দেওয়ায় প্রায় ৬ কোটি টাকার বাড়ি ভেঙে দিলেন মিস্ত্রি


মাত্র ২ হাজার ডোজ ভ্যাকসিন দেয়ার সক্ষমতা আছে আজকের ক্লিনিকে। কাজেই যারা লাইনে আছেন, তারা তাদের অবস্থান মেপে সিদ্ধান্ত নিতে পারেন- আজ ভ্যাকসিন পাবেন কী না।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv নাজিম

সম্পর্কিত খবর