মরিচের বাম্পার ফলন, তবুও হাসি নেই কৃষকের মুখে

Other

চলতি মৌসুমে পঞ্চগড়ে মরিচের আশানুরুপ উৎপাদন হয়েছে। কৃষকরা জানান, করোনা পরিস্থিতির কারণে এবার বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছে না। এ কারণে মরিচের ন্যায্যমূল্যও পাচ্ছেন না তারা। এ অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে দিশেহারা তারা।

 

চলতি মৌসুমে বিভিন্ন জাতের মরিচের চাষ করেছেন পঞ্চগড়ের কৃষকরা। গেল বছর নানা রোগের কারণে মরিচের উৎপাদন অর্ধেক হলেও এ বছর ফলন ভাল হয়েছে।

কৃষকরা জানান, গেল বছরের লোকসান পুষিয়ে নেয়ার আশায় এ বছর বেশি জমিতে মরিচের আবাদ করেছেন তারা। তবে করোনার কারণে বিভিন্ন জেলা থেকে পাইকাররা না আসায় মরিচের বাজারে ধ্বস নেমেছে।

এ অবস্থায় লোকসানের আশঙ্কায় দিশেহারা তারা।

আরও পড়ুন:


আম্পায়ারের ওপর চড়াও হয়ে লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙলেন সাকিব (ভিডিও)

রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু

সুযোগ পেলে নায়ক হিসেবে অভিনয় করতে রাজি বেরোবি উপাচার্য কলিমউল্লাহ

পাওনা টাকা না দেওয়ায় প্রায় ৬ কোটি টাকার বাড়ি ভেঙে দিলেন মিস্ত্রি


 

সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়ায় অনুকূলে থাকায় মরিচের আশানুরুপ ফলন হয়েছে।   এবছর প্রায় ৩০ হাজার মেট্রিক টন মরিচ উৎপাদন হবে।

কৃষি অফিসের তথ্য মতে, এবছর পঞ্চগড়ে প্রায় ১১ হাজার হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক