ওমানের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ওমানের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ বাছাইয় মিশনে ওমানের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হলো বাংলাদেশ। মঙ্গলবার (১৫ জুন) রাতে দোহায় নিজেদের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে প্রথম দেখায় ৪-১ গোলে হেরেছিল তারা। সেবার ১ গোল করতে পারলেও এবার আর তা পারেনি।

ওমানের দ্বিতীয় সারির দলের সামনেই অসহায় অবস্থায় ৯০ মিনিট কেটেছে জেমি ডের দলের।

প্রথমার্ধে এক গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে জেমি ডের দল। ফরোয়ার্ড মোহামেদ মোবারক আল গাফরি প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেছেন খালিদ আল-হাজরি।

আরও পড়ুন:


বিপদটা এখানেই

ফ্রান্সের কাছে জার্মানির হার


আর এই ম্যাচ দিয়েই ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ে শেষ হলো বাংলাদেশের মিশন। পাঁচ দলের গ্রুপে সবার নিচে থেকে শেষ করা বাংলাদেশের অর্জন মাত্র ২ পয়েন্ট। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে ড্র থেকে আসে সেই দুই পয়েন্ট।

বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা কখনোই ছিল না বাংলাদেশের। গ্রুপে ৫ম হয়ে এখন এশিয়ান কাপের বাছাইয়ে গ্রুপ পর্বে সুযোগ পেতে প্লে অফ খেলতে হবে বাংলাদেশকে।

৮ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থেকে বাছাই শেষ করল আসছে বিশ্বকাপের স্বাগতিক কাতার। আর ওমান ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ভারত ৭ পয়েন্ট নিয়ে তৃতীয়, আফগানিস্তান ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে।

ওমান-বাংলাদেশ ম্যাচের হাইলাইটস দেখুন

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর