বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসেন আর নেই

মোজাফফর হোসেন

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন আর নেই (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।   তার বয়স হয়েছিল ৮১ বছর।  

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

কয়েক দিন আগে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।  

তিনি দৈনিক জনতা ও ডেইলী ইনডিপেন্ডেন্ট পত্রিকায় বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে বাগেরহাটে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবীণ এই সাংবাদিক একাধারে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বাগেরহাট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাগেরহাট জেলা পুলিশিং কমিটির বর্তমান সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়াও বাগেরহাটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুন:


স্বাধীনতার মূল শর্ত হচ্ছে বাক, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা: ফখরুল

এখনও খোঁজ মেলেনি আবু ত্ব-হা আদনানের, যা বলছে পুলিশ

রোনালদোকাণ্ডের পর এবার টেবিল থেকে বিয়ারের বোতল সরালেন পগবা


 

বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি জানিয়েছেন, আসরবাদ বাগেরহাট স্বাধীনতা উদ্যানে তার নামাজে জানাজা শেষে শহরের ছোট কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট ফাউন্ডেশন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট জেলা বিএনপি, জেলা যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

news24bd.tv নাজিম