নিবন্ধন ছাড়া ডে-কেয়ার সেন্টার পরিচালনা করলে শাস্তির বিধান

নিবন্ধন ছাড়া ডে-কেয়ার সেন্টার পরিচালনা করলে শাস্তির বিধান

অনলাইন ডেস্ক

নিবন্ধন ছাড়া শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করলে জেল-জরিমানার বিধান করে জাতীয় সংসদে আইন পাস হয়েছে। ডে-কেয়ার সেন্টার চালাতে হলে 

এখন থেকে সরকারের কাছ থেকে অনুমোদন ও সনদ নিতে হবে। বিধান অনুযায়ী নিবন্ধন ছাড়া ডে-কেয়ার সেন্টার পরিচালনা করলে তার দুই বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।


আরও পড়ুন

পুলিশের শূন্য পদে শিগগিরই জনবল নিয়োগ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ১২ কোটি মানুষেরই জন্মতারিখ ঠিক নেই: ডা. জাফরুল্লাহ

অপহরণকাণ্ডে কারাগারে হুইপ সামশু’র অনুসারী মীর কাসেম

অবৈধ সুদের কারবারকে বৈধতা দিতে ব্যস্ত কর্মকর্তারা, দায়সারা তদন্ত প্রতিবেদন


আজ বুধবার মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ সংক্রান্ত ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাবের পর কণ্ঠভোটে সেটি পাস হয়।

 news24bd.tv/এমিজান্নাত