করোনা: বাগেরহাটে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

করোনা: বাগেরহাটে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৭৬ জন। জেলায় এ ভাইরাসে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানান।

এরমধ্যে মোংলা ইপিজেডের পাঁচ আনসার সদস্যও রয়েছেন। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে ২৩ নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাসে সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন।

আরও পড়ুন:


স্বাধীনতার মূল শর্ত হচ্ছে বাক, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা: ফখরুল

এখনও খোঁজ মেলেনি আবু ত্ব-হা আদনানের, যা বলছে পুলিশ

রোনালদোকাণ্ডের পর এবার টেবিল থেকে বিয়ারের বোতল সরালেন পগবা


সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। ২১৫টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের করোনা পজিটিভ এসেছে।

news24bd.tv নাজিম