দেশে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার বেড়েছে

দেশে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার বেড়েছে

অনলাইন ডেস্ক

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬০ জন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২৮২ জনে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৯৫৬ জনকে শনাক্ত করা হয়েছে।  

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ।

গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ২৭ শতাংশ ও গত পরশু ছিল ১৪ দশমিক ৮০ শতাংশ।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৩ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করে আরও তিন হাজার ৯৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ।

এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৩৭ হাজার ২৪৭ জন।

এর আগে, গতকাল তিন হাজার ৩১৯ জন ও গত পরশু তিন হাজার ৫০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬০ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও ২৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ১১-২০ বছরের মধ্যে, একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২৩ জন।

আরও পড়ুন:


চলমান ‘বিধি নিষেধ’ আরও এক মাস বাড়ল

স্বাধীনতার মূল শর্ত হচ্ছে বাক, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা: ফখরুল

এখনও খোঁজ মেলেনি আবু ত্ব-হা আদনানের, যা বলছে পুলিশ

রোনালদোকাণ্ডের পর এবার টেবিল থেকে বিয়ারের বোতল সরালেন পগবা


২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৭৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৭৩ হাজার ৭৫২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৬২ লাখ ৪২ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

news24bd.tv নাজিম