জেল হতে পারে অং সান সু চির

জেল হতে পারে অং সান সু চির

অনলাইন ডেস্ক

মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের পাশাপাশি চলছে দেশটির নেত্রী অং সান সু চির আদালতে বিচারের প্রক্রিয়া। ক্ষমতাচ্যুত নেত্রী সু চির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও করোনার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ বিষয়ে সাক্ষ্যগ্রহণ শুরু করে মিয়ানমারের জান্তা সরকার। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় ১০ বছরের বেশি সময় সু চিকে কারাগারে থাকতে হতে পারে।


আরও পড়ুন

পুলিশের শূন্য পদে শিগগিরই জনবল নিয়োগ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ১২ কোটি মানুষেরই জন্মতারিখ ঠিক নেই: ডা. জাফরুল্লাহ

অপহরণকাণ্ডে কারাগারে হুইপ সামশু’র অনুসারী মীর কাসেম

অবৈধ সুদের কারবারকে বৈধতা দিতে ব্যস্ত কর্মকর্তারা, দায়সারা তদন্ত প্রতিবেদন


গত বছর নির্বাচনের সময় সু চি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কোভিডের বিধিনিষেধ ভাঙে বলে অভিযোগ জান্তাদের। এ বিষয়ে জান্তা সরকারের আদালত সাক্ষীদের বক্তব্য শোনেন। একইসাথে তার বিরুদ্ধে ওঠা রাষ্ট্রদ্রোহের অভিযোগেরও সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সু চির আইনজীবী জানান, অভিযোগ মোকাবিলা করতে প্রস্তুত আছেন সু চি।


আইনজীবী এটাও জানান, তিনি শারীারকভাবে সুস্থ আছেন সু চি।

 news24bd.tv/এমিজান্নাত