এবছরই চলবে মেট্রোরেল?

এবছরই চলবে মেট্রোরেল?

অনলাইন ডেস্ক

এ বছরের ২৬ মার্চ উদযাপিত হয়েছে স্বাধীনতার ‍সুবর্ণজয়ন্তী, আর বিজয়ের ৫০ বছর পূর্ণ হবে আগামী ১৬ ডিসেম্বর। সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণ উদযাপন করতে দেশের প্রথম উড়াল মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু করতে চায় সরকার।


আরও পড়ুন

চলমান ‘বিধি নিষেধ’ আরও এক মাস বাড়ল

স্বাধীনতার মূল শর্ত হচ্ছে বাক, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা: ফখরুল

এখনও খোঁজ মেলেনি আবু ত্ব-হা আদনানের, যা বলছে পুলিশ

রোনালদোকাণ্ডের পর এবার টেবিল থেকে বিয়ারের বোতল সরালেন পগবা


দিয়াবাড়ি-আগারগাঁওয়ের সব কাজ শেষ করে ১৬ ডিসেম্বরের মধ্যে মেট্রোরেল চালু করা সম্ভব কি-না সে সম্পর্কে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিকও বলেন, আগামী বৃহস্পতিবার আমরা অনলাইনে সংযুক্ত হবো। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করতে পারবো কি-না তা ওই দিনই জানানো হবে।

 news24bd.tv/এমিজান্নাত