স্বপ্ন দেখাচ্ছে বারোমাসি সজনে

Other

বারোমাসি সজনের আবাদ করে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার এক যুবক। এই সবজি চাষে বাড়তি কোনো খরচ না থাকায় লাভের পরিমান বেশি হচ্ছে ওই কৃষকের।  

ভারত থেকে আনা বীজ দিয়েই সফল হয়েছেন তিনি। তাকে দেখে অনেকে আগ্রহী হচ্ছেন সজনে চাষে।

 

উচ্চ খাদ্যগুণ সম্পন্ন সবজি সজনের দেশি জাত থেকে বছরে মাত্র একবার ফলন পাওয়া যায়। এজন্য সজনের বাণিজ্যিক চাষের কথা খুব একটা শোনা যায়নি। তবে এখন বারোমাসি সজনে বাণিজ্যিক চাষাবাদের স্বপ্ন দেখাচ্ছে।

চুয়াডাঙ্গা সদরের ভান্ডারদহ গ্রামের তোতা মিয়া সজনের বাণিজ্যিক চাষ নিয়ে কাজ করছেন।

অনলাইনে বারোমাসি সজনের কথা জেনে বছর খানেক আগে ভারত থেকে বীজ আনান তিনি। পরে এক বিঘা জমিতে তা রোপন করে এখন বেশ ভালো ফল পাচ্ছেন।

তোতা মিয়ার মতো এলাকার বেশ কয়েকজন যুবক সজনের বাগান করতে চান। মূলত, বেশি চাহিদা ও লাভের পরিমান ভালো হওয়ায় আগ্রহী তারা।

আরও পড়ুন:


চলমান ‘বিধি নিষেধ’ আরও এক মাস বাড়ল

স্বাধীনতার মূল শর্ত হচ্ছে বাক, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা: ফখরুল

এখনও খোঁজ মেলেনি আবু ত্ব-হা আদনানের, যা বলছে পুলিশ

রোনালদোকাণ্ডের পর এবার টেবিল থেকে বিয়ারের বোতল সরালেন পগবা


এই কৃষিপণ্যের চাষ ছড়িয়ে দিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। সবজি হিসেবে সজনের ব্যবহার বেশি হলেও, গাছের বাকল, পাতা, ফুল এবং বীজেরও রয়েছে ঔষধিগুণ।

news24bd.tv নাজিম