কুমিল্লায় নকল বিটুমিন-মবিল-ডিজেল তৈরির কারখানার সন্ধান

কুমিল্লায় নকল বিটুমিন-মবিল-ডিজেল তৈরির কারখানার সন্ধান

অনলাইন ডেস্ক

অবৈধভাবে ব্যবহৃত মবিল পরিশোধন করে ভেজাল ডিজেল, মবিল এবং বিটুমিন তৈরি করার দায়ে দুজনকে আটক করেছে র‌্যাব।

কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুরে অভিযান পরিচালনা করে র‌্যাব তাদের আটক করে।

আটকৃতরা হলেন - চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী গ্রামের আলম মিয়ার ছেলে মো. আব্দুল মান্নান (৪৮), জেলার নাঙ্গলকোটের মোহাম্মদ মোস্তফা মিয়ার ছেলে ফোরকান মাহমুদ (২৩)।  

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল মান্নানকে এক বছর ও ফোরকান মাহমুদকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার  দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, র‌্যাবের সদস্যরা মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত চৌদ্দগ্রামের রাজেন্দ্রপুর এলাকায় মেসার্স আলম অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় অনুমোদনহীন ও অবৈধভাবে নকল এবং ভেজাল ডিজেল, মবিল বিটুমিন তৈরি ও বাজারজাতকরণের দায়ে ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মঞ্জুরুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করেন।

মেজর নাজমুছ সাকিব আরও জানান, ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত ব্যবহৃত পুরাতন মবিল, ব্লিচিং পাউডার ও সালফিউরিক অ্যাসিড দ্বারা অননুমোদিত ও অবৈধভাবে পরিশোধন করে নকল ও ভেজাল ডিজেল, মবিল উৎপাদন করে বাজারজাত করত। এছাড়া মবিল পরিশোধনের বর্জ্য নকল বিটুমিন হিসেবে অসাধু ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করত।

news24bd.tv/আলী